The manager was beaten: কুষ্টিয়ায় যুবলীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে পিটিয়ে আহত সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪ কুষ্টিয়া প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। । বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত সেই ব্যক্তির নাম তারেক আল-মামুন (৩৫) এবং তিনি দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদের (টোকেন চৌধুরী) ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। পুলিশ ও স্থানীয়দের মতে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানটিতে আরেক পক্ষ শ্রমিক সরবরাহ করে আসছে। বৃহস্পতিবার বিকেলে পুরোনো কিছু খাতাপত্র নিয়ে ঘটনাস্থলে হিসাব-নিকাশ করতে গেলে তারেক আল-মামুনকে মারধর করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”। সিলেট ২৪ বাংলা/বিডিবি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: