ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে ডাকাতি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪ বিশেষ প্রতিনিধি: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ অক্টোবর) দিবাগত ভোর রাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনার বিষয়টি শনিবার (০৫ অক্টোবর) দোকানের মালিক রূপক দাশ নিশ্চিত করে বলেন, ক্যাশে দূর্গা পূজা উপলক্ষে কর্মচারিদের বেতন-বোনাসসহ নগদ কয়েক লক্ষ টাকা ছিল। আজ শনিবার (০৫ অক্টোবর) কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল। তিনি আরও বলেন,’ডাকাতরা দোকানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় আমার দোকানের বিশ্বস্ত কর্মচারী অসিম চন্দ্র দাশ আহত হয়েছেন’। আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি আহত অসিম দাশ জানান,’ভোর রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের ধারালো অস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোশাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল’। এদিকে,এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp অপরাধ বিষয়: