সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ২৫ জন নিয়োগ,আবেদন ২০ মার্চ পর্যন্ত সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫ জব ডেস্ক: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সম্প্রতি ২৫ জন নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলো চুক্তিভিত্তিক এবং সরকারী চাকরি হিসেবে গণ্য হবে। আবেদন শুরু হয়েছে ৫ মার্চ থেকে এবং শেষ তারিখ ২০ মার্চ ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন লিঙ্ক দেওয়া হয়েছে। আবেদন করতে,প্রার্থীদের https://pbs.sunamganj.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য:- -প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -পদের সংখ্যা: ১টি -কর্মী নিয়োগ: ২৫ জন -চাকরির ধরন: সরকারি চাকরি – আবেদনের শুরুর তারিখ: ৫ মার্চ ২০২৫ ইং – আবেদনের শেষ তারিখ:২০ মার্চ ২০২৫ – আবেদন মাধ্যম: অনলাইন ।। প্রতিষ্ঠানটির এই নিয়োগের মাধ্যমে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আরও দক্ষ ও অভিজ্ঞ কর্মী সংগ্রহ করবে,যা প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp চাকরির খবর বিষয়: Job CircularSunamganjSylhet Pratidinপল্লী বিদ্যুৎ